মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নড়াইলবাসীর ভালবাসায় সিক্ত মাশরাফি

অনলাইন ডেস্কঃ

মিশকাতুজ্জামান নড়াইল:দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীর ভালবাসায় সিক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নড়াইল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাশরাফিকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন নড়াইলবাসী। সংসদ সদস্য’র পাশাপাশি মাশরাফি কি আরো বড় জায়গায় স্থান পাবেন-এ বিষয়টি নিয়ে জেলার সর্বত্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন মাশরাফি প্রধানমন্ত্রীর ¯েœহধন্য। ইতোপূর্বে নড়াইলে উন্নয়নের তেমন কোন ছোঁয়া না লাগলেও মাশরাফি এমপি হওয়ার পর এ জেলায় কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে।মাশরাফি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে। মাশরাফি দ্বিতীয়বারের মতো জয়লাভের পর তাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন,মাশরাফির প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক,ইঞ্জিনিয়ারিং কলেজ,নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ,নড়াইল শহরের ফোরলেন সড়ক,পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন,নার্সিং কলেজ,নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও লোহাগড়ায় ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল পৌর আওয়ামী লীগের নেতা ও সমাজ সেবক বাবুলাল ভট্রাচার্য বলেন,‘মাশরাফি একজন মানবিক এমপি। তাঁর হাতের স্পর্শে নড়াইল নতুন নড়াইলে পরিণত হয়েছে। তাঁর হাত দিয়ে নড়াইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জেলা আরো সুন্দর হবে,সারা দেশের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করবে। আমরা তাকে (মাশরাফি) আরো অনেক বড় জায়গায় দেখতে চাই।’
লোহাগড়ার মেডিক্যাল ছাত্র ফাহিম শাহরিয়ার খান বলেন,‘দলমতের উর্দ্ধে তরুণ প্রজন্মের অভিভাবক হচ্ছেন মাশরাফি। আমরা নতুন প্রজন্ম বিশেষ করে নতুন ভোটাররা স্বত:স্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছি। মাদকমুক্ত পরিবেশে নতুন প্রজন্মকে কীভাবে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা যায় এটাই ভাইয়ার ভাবনা। তাঁর হাত ধরে নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। যে কারণে আমরা নতুন প্রজন্ম তাকে (মাশরাফি) অনেক বড় জায়গায় দেখতে চাই। যাতে তিনি নড়াইলের জন্য আরো বেশি কিছু করতে পারেন।’
এদিকে,দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বিপুল ভোটে জয়লাভের পর বিভিন্ন শ্রেণী-পেশার উদ্দেশ্যে তিনি বলেন,‘বিগত নির্বাচনে নড়াইলের লোকজন আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন,এবারও সেভাবে গ্রহণ করেছেন বলে আমি মনে করি।নড়াইলের জন্য আমার অনেক প্লান আছে।আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ্য রাখলে সেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবো।বিগত দিনগুলিতে যেভাবে এলাকার মানুষের পাশে ছিলাম,আগামিতেও সেভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে মাশরাফি আরও বলেন,‘আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন,তা কোনদিন শোধ করার মতো নয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মাশরাফি বলেন,আমি আপনাদেরই সন্তান।’
উল্লেখ্য,জেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান হাতুড়ী প্রতীকে পেয়েছেন ৪হাজার ৪১ভোট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: Content is protected !!

স্বত্ব © 2024 আটলান্টিক নিউজ ২৪