বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান

অনলাইন ডেস্কঃ

বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রিন সিলেট ট্রাভেলস এর সত্ত্বাধিকারী হাকিম মোহাম্মদ মিনহাজের সার্বিক সহযোগিতায় ৭ এপ্রিল  রোববার  পর্তুগালের রাজধানী লিসবন রোমা এলাকায় লিটনস টার্কিশ হোটেল এর হলরুমে অনুষ্ঠিত হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সহ সভাপতি এফ আই রনি’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মহি উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন জহিরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাছলিম উদ্দীন , বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম, বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ , বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন ,নোয়াখালী এসোসিয়েশনের সহ সভাপতি মইন উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম ,ব্যবসায়ী বেলায়াত হোসাইন, জাতীয় অনলাইন পোর্টাল “দেশদিগন্ত” সম্পাদক নিজামুর রহমান টিপু ,আরিফ রিগান প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ীবৃন্ধ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে গ্রিন সিলেট ট্রাভেলস এর সত্ত্বাধিকারী হাকিম মোহাম্মদ মিনহাজ, বলেন পর্তুগালে বিভিন্ন দেশ থেকে অভিবাসী আসছে কিন্তু সেক্ষেত্রে কর্মক্ষেত্রে তেমন অগ্রগতি হচ্ছে না। আমরা যারা ব্যবসা করছি কিংবা পর্তুগালের বিভিন্ন বড় বড় কোম্পানি ডেকে সেমিনার করে স্হানীয় ব্যবসায়ী কোম্পানি গুলোর সাথে আমাদের যোগাযোগ বাড়িয়ে যেনো কাজে পেতে পারি। এজন্য যে যে অবস্থান থাকেন সেখান থেকে পর্তুগালে আসা বেকারদের জন্য উদ্যোগী হওয়া উচিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: Content is protected !!

স্বত্ব © 2024 আটলান্টিক নিউজ ২৪