মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর,জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্কঃ

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে জেলায় কনকনে ঠান্ডা বিরাজ করছে। ঘড়ির কাঁটা যতই গড়িয়ে পড়ছে, ততই তাপমাত্রা কমে জেঁকে বসছে শীত।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর হলেও কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। দিনের বেলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন দরিদ্র মানুষরা। কনকনে ঠান্ডায় বৃদ্ধ এবং শিশুরা বেশি দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল-দরিদ্র ও শ্রম বিক্রেতারা।

এদিকে কনকনে ঠান্ডার কারণে সকাল থেকে দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মেলেনি কোনো কাজ। শীতে বেশ কষ্ট হচ্ছে তাদের।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: Content is protected !!

স্বত্ব © 2024 আটলান্টিক নিউজ ২৪