শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নড়াইলে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

অনলাইন ডেস্কঃ

নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপরজনকে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিচারক।


বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন শেখ (৪৪) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়ার মৃত রোস্তম আলীর শেখের ছেলে। পাঁচ বছরের দন্ডপ্রাপ্ত আলম শেখ (৩৭) একই ইউনিয়নের নাকসী মিস্ত্রি পাড়ার মৃত আব্দুল আজিজ শেখ ওরফে কুটি মিয়া শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ২২ অক্টোবর ভোরে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন শেখকে এবং আলম শেখকে আটক করে পুলিশ। এ মামলায় ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীদের সাজা দিয়ে এ রায় ঘোষনা দেন। রায় ঘোষনা সময় আদালতে দুইজনই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: Content is protected !!

স্বত্ব © 2024 আটলান্টিক নিউজ ২৪