মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাগুরায় জাতীয় ভোটার দিবস পালিত

অনলাইন ডেস্কঃ

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকারিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) গৌতম ঠাকুর, শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, জি, কে আইডিয়াল কলেজের সহযোগী অধ্যাপক শিশির কুমার শিকদারসহ অন্যরা। এ সময় নতুন ভোটারদের নানা সমস্যার ব্যাখা তুলে ধরে ধরেন সহকারী উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহমান ও কম্পিউটার অপারেটর মোঃ জিয়াসহ নতুন ভোটারেরা।
অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, নতুন ভোটারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
আলোচনা সভা শেষে উপস্থিত নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: Content is protected !!

স্বত্ব © 2024 আটলান্টিক নিউজ ২৪